মাতৃভাষায় সিএসএস গ্রিড শিখে অসাধারণ ওয়েব পেজ লে-আউট বানান
মডার্ন ওয়েব ডিজাইন লে-আউট তৈরী করার জন্য খুব ই কার্যকরী একটি লে-আউট সিস্টেম হলো “সিএসএস গ্রিড”. এই জিনিসটা ভালভাবে জানলে এবং চর্চা করলে, শুধুমাত্র লে-আউট বানানোর জন্য আর কোন সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করার প্রয়োজন পড়বেনা! এটা আরেকটি জনপ্রিয় লে-আউট সিস্টেম – “সিএসএস ফ্লেক্সবক্স” – এর থেকে শক্তিশালী কারণ এটার মাধ্যমে দ্বিমাত্রিক লে-আউট তৈরী করা সম্ভব মাত্র ২-১ লাইন সিএসএস লিখে। এটার ব্রাঊজার সাপোর্ট ও যথেষ্ট ভাল। আমি মনে করি, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এরও এটা ভাল করে জানা উচিৎ। তাহলে যেমন খুশি তেমন জটিল লে-আউট বানানো একেবারেই সহজ হয়ে যাবে। এই কোর্স-এ তে আমি সিএসএস গ্রিড সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দিয়েছি এবং শেষে একটা বাস্তব লে-আউট বানিয়ে দেখিয়েছি। যারা নতুন করে সিএসএস গ্রিড শিখতে চান, এই কোর্স টি তাদের জন্য খুব সুন্দর একটা শুরু হবে এবং অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস।
তবে এই কোর্স টি করার আগে অবশ্যই এইচটিএমএল এর প্রাথমিক একটা ধারণা থাকা প্রয়োজন হবে। আপনি যদি একেবারেই এইচটিএমএল সিএসএস সম্পর্কে অবগত না হন, তাহলে পরামর্শ থাকবে আগে এইচটিএমএল এর বেসিক শিখে তারপর এই কোর্স টি করার জন্য। পরিশেষে এই কোর্স টি যদি আপনার পছন্দ হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি উপকৃত হয়েছেন, তাহলে রিভিউ দেয়ার জন্য অনুরোধ থাকলো এবং আপনার বন্ধুবাধব যারা এই ভিডিও টি দেখে উপকৃত হতে পারে তাদেরকে শেয়ার করার অনুরোধ থাকলো।
নোট: এই কোর্সটি স্ক্রিমবা সিএসএস গ্রিড টিউটোরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে এবং সেটাকে অনুসরণ করে তৈরী করা হয়েছে।