ওয়ার্ডপ্রেস রিডাক্স ফ্রেমওয়ার্ক হচ্ছে জনপ্রিয়, উন্নত ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে অন্যতম
রিডাক্স ফ্রেমওয়ার্ক হচ্ছে জনপ্রিয়, উন্নত ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে অন্যতম যা ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগিনের জন্য বিনামুল্যে ব্যবহার করা যায়। এর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার কারণে আপনি আপনার ওয়ার্ডপ্রেস প্রজেক্টের জন্য যেকোনো ধরণের অপশন এবং সেটিংস তৈরি করতে পারবেন।
এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজস্ব থিমে রিডাক্স ফ্রেমওয়ার্ক ইন্সটল, কাস্টমাইজ ও ব্যবহার করতে পারবেন।
আমরা নিন্মোক্ত ধাপ অনুযায়ী অগ্রসর হবো:
-
ইন্সটল করা
-
সাধারণ কনফিগারেশন
-
একটি অপশন প্যানেল তৈরি করা
-
একটি থিমে অপশনসমূহ ব্যবহার করা।
নোটঃ আমি এই টিউটোরিয়ালে রিডাক্স ফ্রেমওয়ার্ককে Redux হিসেবে বর্ণনা করবো। এটা Redux এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না যা জাভাস্ক্রিপ্ট অ্যাপসমূহের জন্য সাধারনত একটি স্ট্যাট কন্টেইনার।
১। ইন্সটল করা
তিনটি উপায়ে আপনি আপনার প্রজেক্টে রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেনঃ
-
আলাদা প্লাগিন হিসেবে ইন্সটল করা।
-
থিম কোর ফাইলে অন্তর্ভুক্ত করা।
-
থিম-নির্ভর প্লাগিন হিসেবে অন্তর্ভুক্ত করা।
২। অপশন প্যানেল তৈরি করা
গাইডলাইন এবং স্টার্টিং পয়েন্ট হিসেবে আপনি রিডাক্স প্লাগিনের সাথে দেয়া sample-config.php ফাইলটি ব্যবহার করতে পারেন। এটাতে আপনার কাস্টম অপশন তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত কোডই পাবেন। এখন চলুন আমরা মেইন কনফিগারেশন প্রক্রিয়াটি তুলে ধরি।
সেকশনসমূহ যুক্ত করা
আপনার থিম প্যানেল প্রস্তুত, এখন আপনি অপশনসহ সেকশনসমূহ যুক্ত করতে পারেন। গ্রুপ হিসেবে সেকশনগুলো চিন্তা করুন। আপনি যদি হেডার অপশন যুক্ত করতে চান, তাহলে হেডার সেকশন তৈরি করুন এবং তাতে অপশনসমূহ যুক্ত করুন।
এই ভিডিওগুলোতে আপনি এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। ছোট ছোট ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় বুঝানো হয়েছে ।থিম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও সাহায্য করে । সেজন্য আপনাকে প্রথমে রিডাক্স ফ্রেমওয়ার্ক সম্পর্ক জানতে হবে । থিম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও সাহায্য করে । সেজন্য আপনাকে প্রথমে রিডাক্স ফ্রেমওয়ার্ক সম্পর্ক জানতে হবে । থিম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও সাহায্য করে । সেজন্য আপনাকে প্রথমে রিডাক্স ফ্রেমওয়ার্ক সম্পর্ক জানতে হবে ।